রংপুর অঞ্চলে ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প, বিএডিসি, রংপুর কর্তৃক বাস্তবায়িত রংপুর জেলার কাউনিয়ার চরে সৌরশক্তি চালিত ডাগওয়েলের মাধ্যমে সেচ প্রদান করছে চরের কৃষকগণ
প্রকল্পের আওতায় কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজপুর চরে ভ্রাম্যমান ট্রলিতে স্থাপিত সোলার প্যানেল দ্বারা চালিত এলএলপি’র মাধ্যমে সেচ প্রদান
ভূউপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রকল্প কর্তৃক উদ্ভাবিত সৌর শক্তি চালিত ডুয়েল পাম্পিং সিস্টেম এলএলপি
আন্তঃমন্ত্রণালয় মধ্যবর্তী মূল্যায়ন কমিটির সদস্য জনাব শাহ ইমাম আলী রেজা, উপ-সচিব, পরিকল্পনা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয় মহোদয় কর্তৃক ট্রলিতে স্থাপিত সোলার প্যানেলের মাধ্যমে সোলার পাম্পের সাহায্যে কাউনিয়ার চরাঞ্চলে সেচ প্রদান পরিদর্শন
18-02-2021খ্রিঃ তারিখে জনাব মোঃ আরিফ, (যুগ্মসচিব) সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) মহোদয় কর্তৃক রংপুর জেলার কাউনিয়া উপজেলার ঢুষমারা ও তালুকশাহাবাজ চরে প্রকল্প কর্তৃক বাস্তবায়িত সৌরশক্তি চালিত ভ্রাম্যমাণ সেচ ব্যবস্থাপনার পরিদর্শন
রংপুর জেলার কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ মৌজার বিস্তীর্ণ চরাঞ্চলে প্রকল্পের আওতায় নির্মিত স্কীমভূক্ত পুরুষ ও মহিলা কৃষকদের জন্য বিশ্রামাগার এবং স্বাস্থসম্মত টয়লেট।