প্রকল্পের প্রধান কার্যক্রম
সম্পূর্ণভাবে ভূউপরিস্থ পানি ব্যবহারের লক্ষ্যে ২০০ কিলােমিটার খাল পুনঃখনন এবং ১১৮টি স্ট্রাকচার (ক্রসড্যাম/সাবমার্জড ওয়্যার/ সাইফন) নির্মাণের মাধ্যমে ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ করে সংরক্ষিত ভূ-উপরিস্থ পানি ১০০টি বিদ্যুৎ চালিত লাে-লিফট পাম্প (এলএলপি) এবং ৫০টি সােলার লাে-লিফট পাম্প (এলএলপি) দ্বারা ১৬,১৯৭ হেক্টর জমিতে ভূউপরিস্থ পানি নির্ভর সেচ সুবিধা সম্প্রসারণ করা হবে এবং সেচের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেচের স্কীমসমূহে ৪০৩.৫০ কিলােমিটার ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণ করা হবে। বিশেষকরে, বিদ্যুৎ বিহীন চর এলাকায়, চর নিকটবর্তী তিস্তা, আত্রাই, যমুনেশ্বরী, ব্রহ্মপুত্র, করতােয়া, ধরলা, ঘাঘট, দুধকুমার, টাংগন নদী থেকে নৌকায় স্থাপিত ভ্রাম্যমাণ সােলার লাে-লিফট পাম্পের (এলএলপি) সাহায্যে পানি উত্তোলন করে। চরাঞ্চলে পাের্টেবল আধুনিক মানসম্মত ড্রিপ ও স্প্রিংকলার সেচ বিতরণ ব্যবস্থার মাধ্যমে সেচের ব্যবস্থা করা হবে।